Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নামকরণের ইতিহাস

মদন উপজেলার পূর্বাংশ এক সময় খালিয়াজুরী পরগনা ও পশ্চিমাংশ নাসিরূজিয়ান পরগনা ভুক্ত ছিল। দেওয়ান ঈশাখাঁ-র পারিষদ মজলিস জালাল এর বংশধর দেওয়ান ফতে খাঁ, পরে দেওয়ান জাহাঙ্গীর-র শাসন ভূক্ত মদন। দেওয়ান ফতে খাঁ-র নামানুসারে ফতেপুর ও দেওয়ান জাহাঙ্গীর নামানুসারে জাহাঙ্গীরপুর আজো সুপরিচিত। জাহাঙ্গীরপুরে বর্তমানে মদন উপজেলার প্রশাসনিক কার্যালয় স্থাপিত হয়েছে। মদন সম্পর্কে কথিত আছে মদন নামক এক সামন্ত ভূস্বামীর নামানুসারে মদন নামের উদ্ভব। তবে এই নামকরণে অনেক মতপার্থক্য রয়েছে। কারো কারো মতে পারস্যভাষীদের এ অঞ্চলে আগমনকালে মদম বা মদন নামের উদ্ভব হয়।